জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তদান একটি সামাজিক কর্মসূচি। রক্তদানে সবাই এগিয়ে আসলেই রক্তের অভাবে আর কোন লোকের প্রাণহানি ঘটবে না। তবে সরকারি কর্মচারীরা রক্তদান করে ক্ষান্ত থাকলেই চলবে না, রক্তদানের মত সামাজিক কর্মসূচির পাশাপাশি নিজেদের দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে। সাধারণ মানুষের সমস্যাগুলি দ্রুত সমাধানে এগিয়ে আসতে হবে সরকারি কর্মচারীরা। তবেই সমাজ ও দেশের উন্নতি সাধন হবে। মঙ্গলবার পাওয়ার ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন ত্রিপুরার পরিচালনায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজধানীর দুর্গা চৌমুহনী বিপনি বিতানে আয়োজিত ব্লাড ডোনেশন ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা রাজ্য কমিটির মহামন্ত্রী তপন কুমার দে প্রমূখ।