Site icon janatar kalam

‘৪ থেকে ৬ মে চলবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর জ্যোতিষশাস্ত্র এবং গ্রহরত্ন ‘ র এক ঝলক অনুষ্ঠান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
৪ থেকে ৬ মে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর আগরতলার কামান চৌমুহনী ফ্ল্যাগশিপ শোরুমে জ্যোতিষশাস্ত্র এবং গ্রহরত্ন-এর উপর এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।
যার মূল উদ্দেশ্য হল, রাজ্যের সবাই শুধু তাঁদের গ্রহ, নক্ষত্রদের সম্পর্কে জানতে পারবে তা না, সেইসঙ্গে তাঁদের জীবনের সমস্ত আনন্দ, উজ্জ্বলতাকে রক্ষা করার জন্য সঠিক গ্রহরত্ন বেছেও নিতে পারবেন।
এই উপলক্ষে কলকাতার প্রখ্যাত জ্যোতিষী শ্রী শ্যামল ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্র এবং গ্রহরত্ন সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর আর সঠিক পরামর্শ দেওয়ার পাশাপাশি উৎসাহীদের বলে দেবেন কোনটা করলে ভালো হবে, আর কোনটা করা দরকার। আমরা জানি জ্যোতিষশাস্ত্র এমনই এক বিষয় যা সঠিকভাবে বোঝা আর জানা দরকার। পাশাপাশি সবাইকে নিশ্চিত হতে হবে তিনি যে রত্নটি কিনছেন সেটি প্রকৃত জিএসআই / আইজিআই সার্টিফাইড কিনা যাতে এটি সত্যিই কাজ করে। তিনি যে সস্তা পাথর দ্বারা প্রলুব্ধ হচ্ছেন না তা যাচাই করে নিতে হবে।এই নিয়ে আগরতলা প্রেসক্লাবে এক বিশেষ প্রিভিউ’র আয়োজন করা হয়েছিল। যেখানে শ্রী শ্যামল ভট্টাচার্য, এই বিষয়ে আলোকপাত করার পাশাপাশি দর্শকদের সঙ্গে আলাপচারিতায় নানা প্রশ্নের উত্তরও দেন। আগরতলার ২ জন জনপ্রিয় আর বিশিষ্ট জ্যোতিষী শ্রী প্রণব শেখর চৌধুরী এবং শঙ্কর মজুমদার (অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজি অ্যাসোসিয়েশন- এর সাধারণ সম্পাদক) এই অনুষ্ঠানে হাজির হয়ে এর মান যেমন বাড়িয়েছেন তেমনই নিজেদের মতামতও সকলের সামনে তুলে ধরেন। “শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ এর গ্রাহকরাই হলো মুখ্য বিষয়। আমরা সবসময় আরো ভাল গ্রাহক পরিষেবা আর অর্থের মূল্যায়নটা যাতে সঠিক হয় তার জন্য যা যা করার করি।” বলেছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা। তিনি আরো বলেন, “এই ‘জ্যোতিষ ও রত্ন’ সচেতনতামূলক কর্মসূচির উদ্দেশ্য হল গ্রাহকরা যাতে জ্যোতিষশাস্ত্রকে আরও ভালভাবে বুঝতে পারে এবং আসল আর সার্টিফাইড গ্রহরত্ন সম্পর্কে সচেতন হতে পারে।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, ” শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে অয়োজিত জ্যোতিষবিদ্যা ও গ্রহরত্ন শির্ষক প্রয়াসে সবার সাদর আমন্ত্রনI এই সময় সংস্থার আগরতলা শাখায় থাকবে গ্রাহকদের জন্য প্রতিটি গ্রহরত্ন কেনাকাটায় নিশ্চিত উপহার এবং গ্রহরত্ন-এর দামে ১২% ছাড় ।”

Exit mobile version