Site icon janatar kalam

শ্রমিক দিবসে প্রধানমন্ত্রীর সমালোচনায় মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরএসএস পরিচালিত বিভিন্ন ধর্মান্ধ সংগঠনগুলিকে নিয়ে বিজেপি সারা দেশের মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এটা ভাবাটা ঠিক হবে না যে সব সময় মানুষের উপর এই অত্যাচার চলবে। বামপন্থী দলগুলি সহ অন্যান্য রাজনৈতিক দল সেগুলিকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শ্রী সরকার এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় পঞ্চমুখ হয়েছেন , বলেন নরেন্দ্র মোদী একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে কর্ণাটকের ভোট প্রচারে ২২ টি কর্মসূচি রেখেছে। বলছে আমাকে ভোট দিন, আমাকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। দিশেহারা হয়ে মানুষের কাছে এ ধরনের কাতর আবেদন রাখছেন দেশের প্রধানমন্ত্রী।

Exit mobile version