Site icon janatar kalam

৩৫ বছর ক্ষমতায় থেকে শ্রমিক দিবসে বামেদের মায়া কান্না

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা বিশ্ব তথা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস।রাজ্যস্তরে মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএম সদর দপ্তরে। আন্তর্জাতিক শ্রমিক সম্মতি দিবস উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে পালন করা হল মে দিবস। এদিন দলীয় পতাকা উত্তোলন করেছে প্রাক্তন সাংসদ মতিলাল সরকার এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য সিপিএম রাজ্য নেতৃত্বরা। এদিকে মে দিবস উপলক্ষে সি আই টি ইউ রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেছে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ শ্রমিকরা। অপরদিকে ১লা মে,আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে দলীয় পতাকা উত্তোলন করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এখানে পতাকা উত্তোলন করলেন রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাস। এদিন শ্রমিক দিবস উপলক্ষেপ্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে রাজধানীতে বের করা হয় এক শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য ব্যাখ্যাসহ শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্লে কার্ড এর মাধ্যমে তুলে ধরেছে। রাজ্যস্তরে সিপিআইএম সদর দপ্তরে পালিত শ্রমিক দিবসে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন শ্রমিক নেতা মানিক দে। প্রসঙ্গত প্রতিবছর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে বামপন্থী সংগঠনগুলির তরফে ঘটা করে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতিবছরই এই দিনটিতে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হয় বামপন্থীরা।বাস্তবে শ্রমিকদের কোন দাবি গত ৩৫ বছরে পূরণ করেনি। যারা ৩৫ বছর রাজ্যের ক্ষমতায় থেকে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করতে পারেনি তারাই এখন শ্রমিকদের জন্য মায়া কান্না করছে।

Exit mobile version