Site icon janatar kalam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে চিকিৎসা পরিষেবার ব্যাপক পরিবর্তন এসেছে : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
খোয়াই নতুন টাউন হলে আজ সাংসদ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে দেশের বিখ্যাত হাসপাতালের শিশুরোগ, স্নায়ুরোগ, হৃদরোগ, স্ত্রীরোগ, দত্ত, অস্থি, চর্ম, চোখ, নাক, কান, গলা ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। তাছাড়া রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকগণও এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৪২৮ জন রোগীর চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ দেন। এছাড়া রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষাও বিনামূল্যে করা হয়। উল্লেখ্য, রাম মনোহর লোহিয়া, সফদরজং, পিজিআই ও ম্যাক্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ শিবিরে রোগীদের চিকিৎসা করেন।
সাংসদ বিপ্লব কুমার দেব আজ এই স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সাংসদ শ্রী দেব স্বাস্থ্য শিবিরে রোগী ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। শিবিরে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে চিকিৎসা পরিষেবার ব্যাপক পরিবর্তন এসেছে। ভারতের স্বনামধন্য হাসপাতাল থেকে চিকিৎসকগণ স্বেচ্ছায় স্বাস্থ্য পরিষেবা দিতে এসেছেন। এতে স্থানীয় জনসাধারণ খুব সহজেই উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।
শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, জিলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুব্রত, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, মহকুমা শাসক বিজয় সিনহা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নির্মল সরকার প্রমুখ।

Exit mobile version