জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশ পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় আগরতলায় কাজ করতে এসেছে দক্ষিণ কোরিয়ার একটি সামাজিক সংস্থা। সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে মেয়র দীপক মজুমদারের সাথে। পরিবেশ রক্ষার পাশাপাশি , অসহায় বৃদ্ধা, কৃষক সর্বোপরি পৃথিবীর রক্ষায় সারা পৃথিবীর ১৭৫ টি দেশে কাজ করে চলছে সাউথ কুরিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মূলত পৃথিবীকে মায়ের মত রক্ষা করতে চাইছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। সেই লক্ষ্যেই সারা পৃথিবীতে ৩৫ লক্ষের উপরে স্বেচ্ছাসেবী পৃথিবী রক্ষার জন্য কাজ করে চলছে। ভূমিক্ষয় রোধ, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করছে সংস্থাটি।দেশের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে উদ্বুদ্ধ করে কাজ করে চলেছে। শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই তথ্য তুলে ধরেছেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। জানিয়েছেন মেয়র,এদিকে সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, ভারতের আগরতলা শহরে এসে তাদের খুব ভালো লেগেছে। শহরের কোথাও ময়লা দেখতে না পাওয়ায় সন্তোষ প্রকাশ করে মেয়র দীপক মজুমদারকে ময়লা আছে এরকম একটি জায়গা চিহ্নিত করে দেওয়ার জন্য অনুরোধ করেন , বলেন আমরা সাতদিন আগরতলায় আছি। আগরতলার ছেলেমেয়েদের নিয়ে পরিবেশ পরিচ্ছন্ন কাজ করে তাদেরকে জাগ্রত করতে চাইছি আমরা। প্রসঙ্গত বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বহু দেশ বিপদজনক স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা গুলি পরিবেশ রক্ষার উপর কাজে মনোযোগী হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেকটা উপযোগী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।