Site icon janatar kalam

শীঘ্রই রাজ্য হবে ভেটেনারি ইউনিভার্সিটি : সুধাংশু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব শীঘ্রই রাজ্যের শিলান্যাস হতে চলছে সেন্ট্রাল ভেটেনারি ইউনিভার্সিটির। যার ফলে উপকৃত হবে রাজ্যের ছাত্র-ছাত্রীসহ গোটা উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা। ঘোষণা করলেন মৎস্য. পশুপালন ও তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। স্বাধীনতার ৭৫ বছর পরেও খাদ্যের স্বয়ংবর হতে পারেনি ত্রিপুরা রাজ্য। এখনো মাছ মাংস, ডিম দুধ বহির রাজ্য থেকে আমদানি করতে হয়।তার একমাত্র কারণ সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের মধ্যে কাজ করার অনীহা। দায়িত্ব সহকারে কেউ এমন কোনও কাজ করছেন না, যে রাজ্যকে অন্তত খাদ্যে স্বয়ংবর করে তোলা যায়।মাছ মাংস ও ডিম দুধে রাজ্যকে স্বয়ংবর করে তুলতে পারলে মানুষ যেমন আর্থিকভাবে লাভবান হবে তেমনি মিটে যাবে রাজ্যের বৃহৎ অংশের একটা বেকার সমস্যা। সেদিকে গুরুত্ব দিয়ে মৎস্য ও পশুপালন দপ্তরের কর্মচারীদের নিষ্ঠা সহকারে কর্তব্য পালন করার অনুরোধ জানান দফতরের মন্ত্রী সুধাংশু দাস। শ্রী দাস রাজ্যের ভেটেনারি পড়ুয়া ছাত্রছাত্রীদের দাবি মেনে দিল্লিতে আবেদন করেছিল রাজ্যে সেন্ট্রাল ব্যাটারি ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য। মন্ত্রীর দাবি মেনে সঙ্গে সঙ্গেই অল ইন্ডিয়া ভেটেনারি কাউন্সিলের প্রেসিডেন্ট খুব শীঘ্রই রাজ্যে সেন্ট্রাল ভেটেনারি ইউনিভার্সিটির শিলান্যাস করবেন বলে আশ্বস্ত করেন। শনিবার বিশ্ব ভেটেনারি ডে উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেছেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সরকারি কর্মচারীদের প্রতিও করা হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি অনুরোধ জানিয়ে বলেন মৎস্য ও পশুপালন দপ্তরের কোনও কর্মচারীর বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ আঙ্গুল না তুলতে পারে সেদিকে নজর রাখতে হবে সমস্ত কর্মচারীদের। মন্ত্রী এদিন আরো বলেন, কর্মচারীরা শুধুমাত্র অফিসে নিজের ইচ্ছাতে এসে আবার নিজের ইচ্ছেতে চলে যাওয়া এবং কোনও কাজ না করে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য মিছিল মিটিং আন্দোলন করা আর বরদাস্ত করা হবে না।

Exit mobile version