Site icon janatar kalam

টিআরবিটি পরীক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ প্রত্যুষের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালের টি আর বি টি পরীক্ষার্থীরা পরীক্ষা পত্রে ভুল থাকার অভিযোগে পুনঃ মূল্যায়ন করে স্টার প্রধানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষা দপ্তরে । টিআরবিটি কন্ট্রোলারের পরামর্শ আদালতে যাওয়ার। ২০২২ সালে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে বেকারদের সামনে চাকুরীর ললিপপ ঝুলিয়ে পরীক্ষা গ্রহণ করেছিল টিআরবিটি। ২০২৩ বিধানসভা নির্বাচন শেষ।ফলাফল ঘোষণার পর ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। দুর্ভাগ্যের বিষয় ভাগ্যের চাকা ঘুরেনি বেকার পরীক্ষার্থীদের। অভিযোগ প্রশ্নপত্র ও উত্তরপত্রে অজস্র ভুল থাকার পরেও টিআরবিটি কর্তৃপক্ষ তা মানতে রাজি নয়। এ নিয়ে পাঁচবার টিআরবিটি এক্সামিনার কন্ট্রোলারের সাথে দেখা করেছে পরীক্ষার্থীরা। ক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিযোগ ইতিবাচক কোন উত্তর পাওয়া যাচ্ছে না টি আর বিটির কাছ থেকে। শুক্রবার ফের টিআরবিটির সামনে ধরনায় বসেছে পরীক্ষার্থীরা। জনৈক পরীক্ষার্থী নিয়ে জানিয়েছে। টিআরবিটি অফিস থেকে তাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কোন স্লোগান দেওয়া যাবে না, চুপচাপ বসে থাকলে পাঁচজনকে বোর্ড কর্তৃপক্ষের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে। এদিকে বোর্ডের কথা মত পাঁচজনের এক প্রতিনিধি দল দেখা করেছে টিআরবিটির এক্সামিনার প্রত্যুষ রঞ্জন দেবের সাথে। এক্সামিনারের সাফ বক্তব্য, পরীক্ষার্থীদের পাঁচবার বুঝানোর পরেও তারা কোন কারণেই বুঝতে চাইছে না বিষয়টি। তাদের বক্তব্য তাদের কথামতো তৈরি করতে হবে উত্তরপত্র। তার জন্য আমি তাদেরকে পরামর্শ দিয়েছি আদালতে যাওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে ঠিক কবে নাগাদ টি আর বিটি কর্তৃপক্ষ ২০২২ এ অনুষ্ঠিত টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এ নিয়েই বর্তমানে অনেক বেকার যুবক-যুবতী ক্ষুব্ধ হয়ে আছে।

Exit mobile version