জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভষ্মীভূত চারটি দোকান। এছাড়াও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরো একটি দোকান। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার নাগাদ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এক দোকানে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। সাথে সাথে ব্যবসায়ীরা খবর দেয় দমকল কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় দুটি দমকলের ইঞ্জিন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ছুটে যায় আরো দুটি দমকলের ইঞ্জিন। তারপরেও চারটি দোকান রক্ষা করা যায়নি। এরমধ্যে রয়েছে চন্দন পাল, সঞ্জয় সাহা, ঝুটন পাল এবং বিপ্লব পালের দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় এই দিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে।