Site icon janatar kalam

বাদলের জামিন মনজুর উচ্চ আদালতে

রাজ্যের পূর্ত ঘোটালায় জড়িয়ে লেজে গোবরে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। বহুদিন জেল খাটার পর জামিনে ছাড়া পেয়েছেন। উলেখ্যে পুলিশ তদন্তের ৮৭দিনেও চার্জশিট দিতে পারেনি। এই মামলায় পুলিশি ভূমিকায় চরম নিন্দা জানান আইনজীবী। অভিযোগ মামলাটি রাজনৈতিক হিংসা মেটাতে ফাসানো হয়েছে বাদল চৌধুরীকে । শনিবার উচ্চ আদালতে জামিন মনজুর হয়। খানিকটা স্বস্তি লাল বাড়িতে।

Exit mobile version