জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাকৃতিক দুর্যোগের ফলে গতকাল সারা রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। গতকাল বিকেলে ঝড় বৃষ্টির ফলে রাজ্যে বিদ্যুৎ নিগমের ২৩টি ডিভিশনে বিদ্যুৎ সরবরাহ বাহত হয়। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ নিগম গতকাল বিকেল থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ সরবরাহের লাইন স্বাভাবিক করার কাজকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী জানান, বিদ্যুৎ নগমের অধীনে রাজ্যে ২৩টি ডিভিশন ও ৭৯টি সাবডিভিশন রয়েছে। বিদ্যুৎ এর লাইন রয়েছে প্রায় ৫২ হাজার কিলোমিটার। বিদ্যুৎ এর খুঁটি রয়েছে প্রায় ১৩ লক্ষ। ট্রান্সফরমার রয়েছে ১৮ হাজার। গতকাল ঝড় বৃষ্টির ফলে প্রাথমিক সার্ভেতে দেখা গেছে রাজ্যে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে বিলোনীয়া ও সোনামুড়া ডিভিশনে। রাজ্যে প্রায় ৩৩৭ কিলিমিটার বিদ্যুৎত্রর লাইন ছিড়ে গেছে। ৫৭৭টি খুঁটি ভেঙ্গেছে ও ৫৭টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী জানান, রাজ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ সরবরাহের লাইন দ্রুত মেরামত করা হচ্ছে। আজ দুপুরের মধ্যেই প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে। আগামীকাল দুপুরের মধ্যে মেরামতির কাজ শেষ হবে বলে আশা করা যায়। বিদ্যুৎ নিগমের কর্মী স্বল্পতা থাকলেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে নিগমের কর্মীগণ যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ করছেন।
Leave a Comment