Site icon janatar kalam

এবার অন্য কেউ নয় নিজেদের মাঝেই হল বিবাদ, থানায় গড়ালো মামলা: ১০৩২৩

চাকুরীচ্যূতির পর পেটের দায়ে এবং নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে ১০৩২৩ শিক্ষকরা, কিন্তু হঠাৎই ১০৩২৩ এড-হক শিক্ষক সংগঠনের ১৫ জন শিক্ষক চড়াও হয় ১০৩২৩ ভিক্টিমাইসড শিক্ষক সংগঠনের এক শিক্ষকের উপর, অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করে বলে জানা যায়. থানায় মামলা গড়ায় এফআইআর করা হয় শিক্ষক সঞ্জয় শর্মা ও কমল দেবের বিরুদ্ধে, দাবী রাখা হয় তাঁদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করার. নিজেদের মধ্যে লাগা এই বিবাদের জেরে ১০৩২৩ শিক্ষকের আন্দোলনের ভবিষ্যত কি হবে? এবং তাঁদের এই আন্দোলনের ফল বাকি বেকাররা না পেয়ে যায় সেটাই দেখার বিষয় বলে ধারণা অভিজ্ঞ মহলের একাংশের.

Exit mobile version