জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্যে চলছে এখন উৎসবের মেজাজে রক্তদান শিবির। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় সংঘটিত হচ্ছে রক্তদান কর্মসূচি। রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলির পাশাপাশি স্বাস্থ্যপরিসেবার কাজে নিযুক্ত কর্মী ও শিক্ষার্থীরাও এবার মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এলেন রক্তদান শিবির আয়োজনে। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে। এদিন সোসাইটি অফ ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড আম্বেদকর টিচিং হসপিটাল এবং ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারীর সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। মহতী এই কর্মসূচিতে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রমতোশ রায়, আম্বেদকর মেডিকেল কলেজের সুপার জয়ন্ত পোদ্দারসহ আরো বিশিষ্ট জনেরা।