Site icon janatar kalam

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল সারা ভারত কৃষক সভার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে লড়াইয়ের ময়দানে রয়েছে সারা ভারত কৃষক সভা।কৃষকদের সর্ববৃহৎ এই সংগঠনের প্রতিষ্ঠা দিবস প্রতিবছরই দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। সারা দেশের সাথে মঙ্গলবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল সারা ভারত কৃষক সভার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস। এদিন কেন্দ্রীয়ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠ স্থিত সংগঠনের রাজ্য কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন কৃষক নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। পরে উপস্থিত নেতৃত্ব কৃষক আন্দোলন করতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

Exit mobile version