জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার থেকে শুরু হল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৩ তম রাজ্য সম্মেলন। আগরতলা জগন্নাথ বাড়ি রোড এলাকায় অবস্থিত এসোসিয়েশনের কার্যালয়ে দুই দিনব্যাপী রাজ্য সম্মেলনের উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ডক্টর মানিক সাহা। এসোসিয়েশনের সভাপতি চিকিৎসক দামোদর চ্যাটার্জির পৌরহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বর্তমান সরকারি স্বাস্থ্য পরিষেবার তথ্য তুলে ধরে বলেন, রাজ্যে এখন স্বাস্থ্যপরিকাঠামো আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে। তাই রাজ্যে এখন রেফারের সংখ্যা অনেক কম। কাঠামোগত উন্নয়নের সুফল নিয়ে এই রেফারের সংখ্যা আরো কমাতে হবে। রাজ্যে একটা মেডিকেল হাব তৈরি করার কথা বলছেন অনেকেই। আর সেটা হলে আরো উন্নত হবে রাজ্যের চিকিৎসা পরিষেবা। এমনিতে রাজ্যে এখন জটিল সার্জারি হয়। যদিও তা অনেকেই জানেন না। তাই সেই সফল সার্জারির সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিতে হবে চিকিৎসকদেরই।