Site icon janatar kalam

জমি দখল করতে চলছে মিজু সম্প্রদায়ের কিছু লোকরা, জম্পুই কাংরাই এলাকায় ঘটনা

কাঞ্চনপুর মহকুমার কাংরাই এ ডি সি ভিলেজের ধনঞ্জয় পাড়া এলাকায় পাট্টার জমিতে জম্পুই হিলের কিছু মিজো যুবকরা গতকাল এসে জাগায় জাগায় টংঘর তৈরি করছে।অনেক সুপারি গাছ কেটে নষ্ট করে‌ছে তাই কাংরাই এলাকার রাজেন্দ্র রিয়াং , ধনচড়ায় রিয়াং, হেমেন্দ্র রিয়াং, রামজয় রিয়াং পাট্টা জমির মালিকরা আজ কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসে লিখিত অভি‌যোগ তুলে দেন রাজু চক্রবর্তীর হাতে। উল্লেক্ষ মিজু কনভেনশনের কিছু লোক এবং ওয়‌াই এম র এর যুবকরা এসে এই পাটার জাগাতে রাতারাতি টং ঘর তৈরি করছে এবং রিয়াং সম্প্রদায়ের লোকেরা বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলে জানান এলাকাবাসী।গোপন সূত্রের খবর 1997 সালে মিজোরাম আসা কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমায় উদ্বাস্তু পরিবারদের জন্য জায়গা নিধারন করতে সরকারের প্রতিনিধি দল আজ গেলেন আনন্দবাজার সি সি আর এফ। জম্পুই হী‌লের নী‌ছে এলাকা গু‌লি‌তে বড়ছড়া,পুর্বকাংরাই এরিয়া,পুর্ব হাজাছড়াতে চলছে জায়গা নিধারন বাতিল করার চেষ্টা, আজ‌কের জায়গা পরিদর্শন স্থলে উপস্থিত মহকুমা শাসিকা চাদিনী চন্দ্রন ,এস ডি পি ও বিক্রম জিৎ শুক্লা দাস সঙ্গে উপস্থিত ছিলেন উদ্বাস্তু লিডাররাও।

Exit mobile version