জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলায় অনুষ্ঠিত জি-টুয়েন্টি বৈঠকে যোগ দিতে রাজ্যে এসে পৌঁছেছেন কুড়িটি দেশের প্রতিনিধিবৃন্দ। আগরতলা এমবিবি বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধিবৃন্দ। বিমানবন্দরে অতিথি বরণ শেষে তাদেরকে নিয়ে আসা হয়েছে বেসরকারি তার ক্যাটাগরির অতিথিশালায়। যে লাক্সারি বাসগুলি দিয়ে জি-টোয়েন্টি বৈঠকের প্রতিনিধিদের রাজ্যের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানো হবে সে সমস্ত গাড়ি গুলিকেও জি-টুয়েন্টি লোগো লাগিয়ে সুদৃশ্য করে তোলা হয়েছে। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে স্থানীয় শিল্পীদের দ্বারা মনোজ্ঞ -সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও রাস্তার দু’ধারে বিভিন্ন স্থানে জাতি জনজাতি অংশের শিল্পী বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদেশীদের অভ্যর্থনা জানিয়েছে। কোন কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ,এন এস এস, এন সি সি প্রত্যেকের তরফে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে কুড়িটি দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে অতিথিদের স্বাগত জানিয়েছে।