জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিথিঅনুযায়ী অনুযায়ী সাঙ্গ হল রাজ আমলের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির বাসন্তী পূজা। শুক্রবার দশমী তিথিতেই দর্পণ বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে। পূজার ঘট নিয়ে রাখা হয়েছে রাজবাড়িতে। নারায়ণকে নিয়ে রাখা হয়েছে লক্ষীনারায়ণ বাড়িতে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে দশমী ঘাটে।এদিন সকালেই দশমী পূজা শেষ হয়ে যায়।অগণিত ভক্তের বিষাদ ভরা মনেই তোমাকে বিদায় জানাবে দশমী ঘাটে। এ কটা দিন মহা ধুমধামেই অনুষ্ঠিত হয়েছিল মায়ের পূজো ও আরাধনা। আসছে বছর আবার এমনই তিথিতে হবে মায়ের আগমন। তাছাড়াও আশ্বিন মাসেও শারদীয়া দুর্গোৎসবে মায়ের পুজো হবে দুর্গা বাড়িতে।