Site icon janatar kalam

কালোবাজারি মজুদদারদের হুশিয়ারি দিলেন: সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খাদ্য এবং জন সংবরণ দপ্তরকে কর্পোরেশনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।একই সঙ্গে রেশন সামগ্রী নিয়ে কালোবাজারি ও খোলা বাজারে জিনিসপত্রের আকাশছোঁয়ার দাম বৃদ্ধি কারীদের বিরুদ্ধে কঠোর সরকার।মজুদদারদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী |খাদ্য ও জন সংবরণ দপ্তরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অন্যান্য দপ্তরের কর্পোরেশনের মতো গণবন্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে খাদ্য ও জনসংবরন দপ্তরেও কর্পোরেশন গঠন করবে রাজ্য সরকার। বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্য সরকার খাদ্য ও জনসংবরণ দপ্তরের নতুন মন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্যমন্ত্রী এদিন কালোবাজারি ও মজুদদারদের প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোথাও কোনরূপ কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। করা যাবে না জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। খাদ্য দপ্তরের টিম সদা সর্বদা বাজার গুলি চষে বেড়াবে। তাই সাধু সাবধান , কালোবাজারি মজুদদারদের কোন কারণেই বরদাস্ত করা হবে না। খাদ্য মন্ত্রী বলেন,আগামী দিনে গরিব অংশের মানুষ এবং বয়স্ক ব্যক্তিরা যাতে রেশনে আসতে না হয়, তার জন্য রেশন মিত্র নামে প্রকল্প চালু করবে। যার মাধ্যমেসাধারণ গরিব অংশের মানুষ ও বয়স্ক ব্যক্তিদের বাড়িতেই রেশন পৌঁছে দেওয়া হবে।রেশনসপ ডিলার ও তাদের পরিবারের জন্য সুখবর নিয়ে এসেছে রাজ্য সরকার। ডিলার এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রত্যেকের নামে হেলথ ইন্সুরেন্স করে দেবে সরকার। যাতে করে চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যয়ভার সরকার গ্রহণ করবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রেশন শপের মাধ্যমে সরিষার তেল প্রদান করার কথাও জানান খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যে খাবার সাধারণ গরিব মানুষ খেতে পারে না এবার সেই খাবার ধনী-দরিদ্র সকলের মধ্যে রেশনের মাধ্যমে পৌঁছে দেবে সরকার। যাকে বলে মিলেট , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছায় মিলেট পরিবেশন করা হবে রেশন শপের মাধ্যমে।এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রি সুশান্ত চৌধুরী আরো জানান, রাজ্যের সমস্ত রেশন কার্ডগুলিকে স্মার্টকার্ড করা হবে। যা দেখতে অবিকল আধার বা প্যানকাটের মত হবে।
মন্ত্রী জানান সারা রাজ্যে যেই ২০৪৮ টি রেশন দোকান রয়েছে সেগুলোর মধ্য থেকে ৭৬৫ টি রেশন দোকানকে মডেল রেশন দোকানে পরিণত করা হবে। যার জন্য প্রত্যেকটি রেশন দোকানকে সরকার থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্রকুমার, অধিকর্তা নির্মল অধিকারী , অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা প্রমূখ

Exit mobile version