Site icon janatar kalam

আন্তর্জাতিক মানের মিউজিয়াম হিসাবে গড়ে তোলার জন্য চলছে এখন কাজ :সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজন্য আমলে তৈরি উজ্জয়ন্ত প্রাসাদ এখন স্টেট মিউজিয়ামে পরিণত। রাজন্য স্মৃতি বিজড়িত বিভিন্ন সামগ্রী সহ রাজ্যের অতীত ইতিহাসের নানা চিত্র রয়েছে এই মিউজিয়ামে। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য মিউজিয়ামটিকে আন্তর্জাতিক মানের মিউজিয়াম হিসাবে গড়ে তোলার জন্য চলছে এখন কাজ। বেসরকারি একটি সংস্থার তত্ত্বাবধানে ৪০ কোটি টাকা ব্যয়ে চলছে এখন মিউজিয়ামটি নতুন করে সংস্কার প্রক্রিয়া। মূলত দেশি-বিদেশি পর্যটকদের কাছে রাজ্যের এই মিউজিয়ামটিকে আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার। তাই দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার পাওয়ার পর, এবার আন্তর্জাতিক মানের তৈরি হতে যাওয়া এই মিউজিয়ামটির কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে গোটা কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে কথা বলেন কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মকর্তাদের সাথে। গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য মন্ত্রী আহবান জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান রাজ আমল থেকে এখন পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী থাকবে এই মিউজিয়ামে। ত্রিপুরার হারিয়ে যাওয়া সংস্কৃতি ও রাজ জন্য আমলের বিভিন্ন সামগ্রী আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ। মিউজিয়ামে সবকিছুই ডিজিটাল নিয়ন্ত্রণে হবে। আগামী দুই বছরের মধ্যে কাজ সম্পন্ন হবার কথা রয়েছে।

Exit mobile version