জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্তব্য হিসেবে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবার রক্তদান শিবিরের আয়োজন করলেন আগরতলা স্বস্তি বাজারের ব্যবসায়ীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বাসন্তী পূজার মহা অষ্টমীর পূণ্য তিথিতে স্বস্তি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির। এদিন সকালে মহতী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন পুর নিগমের উত্তর জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ সহ আরও বিশিষ্টজনেরা। এই রক্তদান শিবিরকে ঘিরে স্বস্তি বাজারের ব্যবসায়ীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।