Site icon janatar kalam

প্রধানমন্ত্রী কৃষক সন্মান বিধি প্রকল্পের অনুদান প্রাপকদের মধ্যে ৠন প্রদান

গ্রামীন এলাকার কৃষকদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্ক গকুলপুর শাখার উদ্যোগে উদয়পুর মহকুমা ধীন ধ্বজনগর কমিউনিটি হলে ধ্বজনগর, পূর্ব ধ্বজনগর, পশ্চিম ধ্বজনগর এবং ছাতারিয়া পঞ্চায়েত এলাকার প্রধানমন্ত্রী কৃষক সন্মান বিধি প্রকল্পের অনুদান প্রাপকদের মধ্যে ৠন প্রদান করা হয়। এই ৠন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায় সহ গ্রামীন ব্যাঙ্ক এর আধিকারিক ও কর্মকর্তারা। এদিন এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার মানুষের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। গ্রামীন ব্যাঙ্ক এর এই উদ্যোগে এদিন খুশি ৠন প্রাপকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন কৃষক দের উন্নয়ন হলে রাজ্য ও দেশের উন্নয়ন সম্ভব। তাই কৃষক দের স্বার্থে বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। কৃষকদের স্বাবলম্বী করে তুলতে ৠন প্রদান করা সহ নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক থেকে ৠন নিয়ে কৃষিক্ষেত্রে তা সঠিক ভাবে ব্যায় করে উৎপাদিত ফসল বিক্রি করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে সঠিক সময়ে ঐ ৠন ব্যাঙ্ক কে পরিশোধ করে দিতে কৃষক দের কাছে এদিন আহ্বান জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

Exit mobile version