Site icon janatar kalam

প্রতি ঘরে জল পৌঁছে দিয়েছে বর্তমান সরকার :সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোয়াই জেলার পদ্মবিল ব্লকে মোট ৯১৩৩ টি পরিবার রয়েছে। তারমধ্যে ডিডব্লিউএস দপ্তর পাইপ লাইনের মাধ্যমে জলের নল পৌঁছে দিয়েছে ৭৪৪৮ টি বাড়িতে। শতাংশের হিসেবে 81.55 টি পরিবারে পাইপ লাইনের জল পৌঁছেছে। রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক রঞ্জিত দেববর্মার আনীত এক অভিযোগের তথ্য সহকারে মুখ্যম জবাব দিয়ে বিধানসভায় জানালেন নয়া খাদ্যমন্ত্রী তথা তৎকালীন ডি ডব্লিউ মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী এ দিন বিধানসভায় তথ্য সহকারে তুলে ধরে বলেন গোটা রাজ্যে সিংহভাগ পরিবারে পাইপলাইনে জলের নল পৌঁছে গিয়েছে। সেগুলি পরিদর্শন করার পরামর্শ দেন বিরোধী বেঞ্চের সদস্যদের |লে।

Exit mobile version