জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামগ্রেস বিধায়ক গোপাল রায় ও বীরজিৎ সিনহাকে সিপিআইএমের সঙ্গ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। বলেন সিপিআইএমের মত হীনমনস্ক মানুষ আর নাই।তাদের সঙ্গে থাকলে তারা আপনাদের জেলে পর্যন্ত নিয়ে ঢোকাবে। সুতরাং গিয়েছেন গিয়েছেন জিতে এসেছেন , এখন সঙ্গ ছেড়ে দিন। নইলে সম্মুহ বিপদ। বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথের এই বক্তব্যে রীতিমতো হাসির রোল ওঠে।