Site icon janatar kalam

পুর নিগম এলাকায় সচেতনতা বৃদ্ধির গুরুত্বারূপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে পুর নিগমের কনফারেন্স হলে আগরতলা পুর নিগমের মশা ও কিশোরী মা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হচ্ছে।গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কর্পুরেটর সহ বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস | এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, সমাজের প্রত্যেকের নজর রাখতে হবে কিশোরী অবস্থায় মেয়েরা যাতে কোন কারণে গর্ভবতী না হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় কিশোরী অবস্থায় মেয়েদের বিয়ে হওয়ার পর গর্ভবতী হয়ে পড়ছে। এমতাবস্থায় মা এবং শিশু দুজনেরই স্বাস্থ্যের ঝুঁকি থেকে যাচ্ছে। সুতরাং এ নিয়ে ব্যাপক হারে জনসচেতনতা গড়ে তুলতে হবে আমাদের।

Exit mobile version