Site icon janatar kalam

মেলায় বই কিনতে হবে প্রত্যেককে: মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজের সিলেবাস এর বাইরে গিয়েও বই পড়তে আগ্রহী করে তুলতে হবে। বই হল জ্ঞানের ভান্ডার , সিলেবাসের বাইরে গিয়ে ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতীরা যত বেশি বই পড়বে তত বেশি বিকাশ হবে তাদের। বইমেলা মানে শুধু ঘুরে দেখা নয়।বইমেলাতে প্রয়োজনীয় বই কিনতে হবে প্রত্যেককেই। তবেই আসল সার্থকতা আসবে বইমেলা আয়োজনের। শুক্রবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত ৪১ তম আগরতলা বইমেলার উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা, মেলায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমপি প্রাণ গোপাল দত্ত ,মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, বিধায়ক রামপ্রসাদ পাল, বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ প্রমূখ।

Exit mobile version