Site icon janatar kalam

বিধানসভার পাঁচ কমিটি গঠনের প্রস্তাব মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনে মুখ্যমন্ত্রীর প্রফেসর ডা: মানিক সাহা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে উদ্দেশ্য করে বলেন, রাজ্য বিধানসভার রোল ৯৮ মোতাবেক পাঁচটি কমিটি গঠনের প্রস্তাব দেন।প্রস্তাবিত কমিটি গুলি হল কমিটি অফ পাবলিক একাউন্টস, কমিটি অফ এস্টিমেটস, কমিটি অফ অন পাবলিক আন্ডারটেকিং, কমিটি অফ সিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনোরিটিস, কমিটি অফ এসটি ,। প্রতিটি কমিটিতে ১১ জন সদস্যের সংস্থান রয়েছে। এই কমিটিগুলি 31 মার্চ ২০২৪ পর্যন্ত সমস্ত গঠনমূলক উন্নয়ন কাজ তত্ত্বাবধান করবে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব এদিন গ্রহণ করে অবিলম্বে গঠনের প্রস্তাব দেন।

Exit mobile version