Site icon janatar kalam

তিন বীর শহীদকে শ্রদ্ধা নিবেদন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বীর বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের শহীদান দিবস ২৩ শে মার্চ। প্রতি বছরই বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় এই দিনটি। এবারও যেন তার ব্যতিক্রম নয়। সংক্ষিপ্ত পরিসরে হলেও যথাযোগ্য মর্যাদার সাথে বৃহস্পতিবার ৯৩ তম শহীদান দিবস উপলক্ষে বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করল চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এস এফ আই, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ ও টি এস ইউ। এদিন এই চার সংগঠনের যৌথ উদ্যোগে রাজ্যে শহীদান দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠ এলাকায়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে তিন বিপ্লবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান চার সংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সভাপতি সুলেমান আলি, টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ আরো অনেকে।

Exit mobile version