Site icon janatar kalam

কর্মসংস্থানের দাবিতে মাঠে নামছে অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এড-হক শিক্ষক কর্মচারী সংগঠন

১০৩২৩ শিক্ষকদের চাকুরিচ্যুতির দু মাস পূর্ণ হলো, তাদের দাবি পূরণের কোন হেলদোল নেই রাজ্য সরকারের, তারই পরিপ্রেক্ষিতে আগামী পয়লা জুন অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এড হক শিক্ষক-কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানীসহ রাজ্যের সমস্ত জেলা সদরে কর্মচ্যুত শিক্ষকরা তাদের কর্মসংস্থানের দাবিতে একই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবশৃঙ্খল তৈরি করবেন, এদিন সংগঠনের পক্ষ থেকে সমস্ত ১০৩২৩ শিক্ষকদের বাঁচার তাগিদে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানানো হয়েছে.

Exit mobile version