Site icon janatar kalam

উত্তর জেলা ভিত্তিক যুব উৎসবের সুচনা মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিংকু রায়ের হাত ধরে উত্তর জেলা ভিক্তিক যুব উৎসবের সুচনা হল বুধবার। নেহেরু যুব কেন্দ্র এবং রাজ্য সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ধর্মনগর মহকুমার লালছড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা ভিত্তিক যুব উৎসবের আয়োজন করা হয় । বুধবার যুব উৎসবের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়,ওয়াই এ এস এর ডিরেক্টর সু বিকাশ দেববর্মা,নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী,উত্তর জেলার মুখ্য চিকিৎসক অধিকর্তা ডঃ অরুনাভ চক্রবর্তী,উত্তর জেলার শিক্ষা অধিকর্তা সনদ কুমার নাথ,কালাছড়া আর ডি ব্লকের ব্লক আধিকারিক অমিত চন্দ্র । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী নাথ। ১দিন ব্যাপি এই যুব উৎসবে বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের ছাত্র ছাত্রী দের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্লাব এবং সংস্থাকে এদিন সমাজ সেবামূলক কাজের জন্য অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জানানো হয় । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন দেশ এবং সমাজ এগোতে গেলে দেশের যুব সমাজকে আগে এগোতে হবে । এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে রাজ্য থেকে ভ্রস্টাচার দূর করতে হলে শুধুমাত্র সরকারি কর্মচারীদের দ্বারা ভ্রষ্টাচার দূর করা সম্ভব নয়। তার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে,কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নের জন্য দুহাত উন্মুক্ত করে একের পর এক উপহার দিয়ে যাচ্ছে । ধর্মনগর স্টেশন থেকে এখন ১৬ টি জায়গায় রেল যোগাযোগের মাধ্যমে যাওয়া সম্ভব হচ্ছে যা এক সময় ছিল কল্পনাতীত। ঘরে ঘরে সুশাসনের মাধ্যমে মানুষের দরজায় সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষে সরকার কাজ করে চলেছে । বিভিন্ন ক্লাব এবং সংস্থাগুলি যেভাবে মানুষের কাজে এগিয়ে এসে কখনো জমিতে ধান রোপন আবার কখনো ফসল কাটতে এগিয়ে আসছে তাতে যুবকদের হাত ধরে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশের যুবকদের স্বার্থে কাজ করছেন, যুবাদের আত্মনির্ভরশীল করার লক্ষে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মন্ত্রী টিংকু রায়ও রাজ্যের যুবকদের স্বার্থে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি । বিগত সরকারের আমলে যুব কল্যাণ দপ্তর শুধু নামেই ছিল,এই দপ্তর দ্বারা যুবাদের জন্য তেমন কোন উল্লেখযোগ্য কাজ হতে দেখেনি রাজ্যের মানুষ কিন্তু এবার এই দপ্তর সঠিক অর্থেই রাজ্যের যুবাদের জন্য কাজ করবে বলে জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়,এছাড়াও তিনি এইদিন রাজ্যের যুবাদের আরও বেশি করে রক্তদানে এগিয়ে আশার জন্যেও আহ্বান জানিয়েছেন।

Exit mobile version