Site icon janatar kalam

বাংলাদেশ থেকে রাজ্যে ফিরে আসলো ১২৯ জন রাজ্যবাসী

বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্য যথা আসাম ত্রিপুরা মনিপুর এবং মেঘালয়াতে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে নিজ নিজ রাজ্যের রাজ্যবাসীরা রাজ্যে ফিরে আসেন পাশাপাশি আমাদের রাজ্য ত্রিপুরাতেও প্রায় ১০০ জনের মত রাজ্যবাসী ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস এর সহযোগিতায় রাজ্যে ফিরে আসেন. এদিন ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস এর সাথে সাক্ষাৎ করতে এসে রাজ্যের পশ্চিম জেলা সংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক সং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাংলাদেশ থেকে আগত ১২৯ জন সকল রাজ্য বাসীদের পরীক্ষা করা হবে এবং তাদের সাত দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রাখা হবে জানান তিনি. পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যে নিয়ম-নীতি বেঁধে দিয়েছেন তাও মেনে চলবেন বলে জানান তিনি.

Exit mobile version