জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে স্বাবলম্বন প্রকল্পে কল্যাণপুর ব্লক এলাকার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এবং পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের মোট চারজন বেকার যুবকদের হাতে টমটম তুলে দিল বিধায়ক পিনাকী দাস চৌধুরী। বুধবার কল্যাণপুর ব্লকের সামনে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বজিৎ মজুমদার, অলক নাগ এবং পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের পাপলু দাস, সুভাষ দেবনাথের হাতে এই টমটম গুলি তুলে দেয়া হয়। বিধায়ক ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন কল্যাণপুর ব্লকের ভিডিও তরুণ কান্তি সরকার এডিশনাল বিডিও দিলীপ দেবনাথ, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন রাজীব পাল সহ অনেকেই। খবরে জানা যায় জিজা কোম্পানির টমটম মোট দাম ১ লক্ষ ৭৭ হাজার টাকা এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেয়া হবে ৬০ হাজার টাকা। কল্যাণপুর ইউকো ব্যাংক এই চারটি টমটমের ফাইন্যান্স করেছে। সরকারি সহায়তায় এমন টমটম হাতে পেয়ে বেকার যুবকরা বেজায় খুশি। বিধায়ক পিনাকী দাস চৌধুরী এক সাক্ষাৎকার জানান, চারজন বেকার যুবকদের এই সরকারি সহায়তায় টমটম প্রদান করা হয়। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে এমন প্রয়াস জারি রয়েছে সর্বত্র।