জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্ষিয়ান বিজেপি নেতা জিষ্ণু দেববর্মন ! সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই ঘোষণা হতে পারে রাজ্যের উপনির্বাচন। এই নির্বাচনে ধনপুর থেকে জিষ্ণু দেববর্মনকে জয়ী করে এনে উপ মুখ্যমন্ত্রীর কুর্নিশে বসাতে চাইছে বিজেপি দল। জল্পনা ছিল, কে হবে ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী ? সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রচার হয়েছিল ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কিন্তু না, এই কেন্দ্র থেকে শ্রী ভট্টাচার্য কখনোই প্রতিদ্বন্দ্বিতা করবে না, উপরন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজীব ভট্টাচার্য বনমালীপুর কেন্দ্রে জন্ম কর্ম সব কিছু। এই কেন্দ্রে থেকেই মানুষের কল্যাণার্থে কাজ করে যাবেন। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ কখনোই ভুলতে পারবে না রাজীব ভট্টাচার্য। এদিকে রাজিব ভট্টাচার্যের এই ঘোষণার পরেই অনেকটা পরিষ্কার হয়ে গেল বর্ষিয়ান বিজেপি নেতা জিষ্ণু দেব বর্মনের উপ মুখ্যমন্ত্রী হওয়ার পথ। যদিও রাজনৈতিক মহলে কানাকানি হচ্ছিল জিষ্ণু দেব বর্মন নাকি নিজেই ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে লড়তে চাইছে না। তবে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে ধনপুর কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো জিষ্ণু দেববর্মনই হোক রাজ্যের পরবর্তী উপ মুখ্যমন্ত্রী। প্রদেশ বিজেপি কমিটিও চাইছে জিষ্ণু দেববর্মন ফের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রীর পদে আসীন হোক। তবেই রাজ্য মন্ত্রিসভা বরিষ্ঠতার রূপ পাবে।