Site icon janatar kalam

আগামী ২৬ শে মার্চ নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির জানালেন মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তদানকে উৎসবে পরিণত করতে চাইছে টাউন বড়দোয়ালি বিজেপি মন্ডল কমিটি। মন কি বাত অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে মুখ্যমন্ত্রীকে।রাজ্যের প্রায় প্রতিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তস্বল্পতা দেখা দেওয়ার ফলে ব্যাহত হচ্ছে মুমূর্ষ রোগীদের চিকিৎসা পরিষেবা। এই অবস্থায় রক্তের অভাবে যাতে কোন রোগীর মৃত্যু না হয় তার জন্য ব্লাড ব্যাংকের রক্তস্বল্পতা দূরীকরণে প্রতিটি সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের কাছে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনের আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। আর মুখ্যমন্ত্রীর এই আহবানে সারা দিয়ে ইতিমধ্যেই এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। গত কয়েকদিন ধরে আগরতলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ধারাবাহিক রক্তদান শিবির। এবার এধরনের মহুতি কর্মসূচির আয়োজনে এগিয়ে এল বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল। মন্ডলের উদ্যোগে আগামী ২৬ শে মার্চ নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। প্রাথমিকভাবে এই শিবিরে ১০০ ইউনিট রক্ত সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছে। সোমবার মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মন্ডল নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে ছিলেন রক্তদান শিবির প্রস্তুতি কমিটির অন্যতম শীর্ষ কর্মকর্তা আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি ও অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে। সাংবাদিক সম্মেলনে এদিন মেয়র দীপক মজুমদার আরো জানান মেগা এই রক্তদান শিবিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানেই মন্ডলের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে প্রদান করা হবে সংবর্ধনা। নির্বাচনের পরবর্তী সময়ে প্রদেশ বিজেপির উদ্যোগে এ ধরনের রক্তদান শিবির গুলি আয়োজন করার ফলে উপকৃত হবে অনেক মুমূর্ষ রোগী। রাজনৈতিক দলগুলির উদ্যোগে এ ধরনের শিবিরের আয়োজন অব্যাহত থাকলে রক্তের অভাবে ভুগতে হবে না মুমূর্ষ রোগীদের।

Exit mobile version