জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে বিজেপি সরকার গঠন করলেও অধ্যক্ষ পদে এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সম্ভব হচ্ছে না তাদের। এবার সরাসরি লড়াই হবে বিধানসভার ভেতরে অধ্যক্ষ পদে। যদিও সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীর জয় অনেকটা সুনিশ্চিত। এরপরেও অধ্যক্ষ পদে এবার সম্মিলিতভাবে লড়তে চলেছে বিরোধীরা। শাসক দল এখনো অধ্যক্ষ পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এক্ষেত্রে যেন এগিয়ে রয়েছে বিরোধীরা। আগামী ২৪ শে মার্চ ত্রয়োদশতম বিধানসভা অধিবেশনের প্রথম দিন অধ্যক্ষ পদে নির্বাচনে বিরোধীদের সম্মিলিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত কংগ্রেস দলের বিধায়ক গোপাল চন্দ্র রায়। শ্রীরায় সিপিআইএম ও তিপ্রামথার সমর্থন নিয়েই অধ্যক্ষ পদে লড়তে চলেছেন। সোমবার দুপুরে আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ পদে গোপাল চন্দ্র রায়ের নাম ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ পদে শ্রী রায়ের নাম ঘোষণা দিয়ে তিনি জানান, প্রথম প্রস্তাবক হবেন সিপিআইএম দলের জিতেন্দ্র চৌধুরী এবং দ্বিতীয় প্রস্তাবক তিপ্রামথা।
Leave a Comment