Site icon janatar kalam

ঢেলে সাজানো হচ্ছে গণবণ্ঠন ব্যবস্থা:সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একেই বলে ঠেলার নাম বাবাজি। যেখানে কাজের দিনে সরকারি কর্মচারীদের অফিসে গিয়ে পাওয়া যায় না। সেখানে রবিবার ছুটির দিনে অফিসে শঠান হাজির অফিসার কর্মচারীরা। খাদ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক।রাজ্যের দ্বিতীয় বিজেপি জোট সরকারের মন্ত্রীদের কাজকর্ম যে এবার অনেকটাই ব্যতিক্রম হতে চলেছে তার যেন জানান দিলেন খাদ্য ও জন সংভরণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার এমনটাই দেখা গেল খাদ্য দপ্তরের প্রধান কার্যালয়ে। সরকারিভাবে এদিন অফিস আদালত ছুটি থাকলেও, এই ছুটিকে উপেক্ষা করেই দপ্তরের আধিকারিকদের নিয়ে করলেন প্রথম পর্যালোচনা বৈঠক। মন্ত্রী শ্রী চৌধুরী উপস্থিতিতে অনুষ্ঠিত এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গেছে নতুন মন্ত্রিসভা গঠন হবার পর খাদ্য দপ্তরের প্রথম পর্যালোচনা বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে গণবণ্টন ব্যবস্থাকে আগামী দিন আরো কিভাবে শক্তিশালী করে তোলা যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী শ্রী চৌধুরী।গনবন্টন ব্যবস্থাকে সাধারণ মানুষের দৌড় গোড়ায় নিয়ে যাওয়ার জন্য খাদ্যমন্ত্রী এদিন আমলা আধিকারিকদের নির্দেশ জারি করেন। যাতে করে একজন ভোক্তা তার প্রতি মাসের রেশন সামগ্রী প্রতিমাসেই পেয়ে যায়।

Exit mobile version