Site icon janatar kalam

পূণ্য প্রাপ্তির উদ্দেশ্যেই বারুনি স্নান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুণ্য প্রাপ্তির উদ্দেশ্যেই বারুনী স্নানে মিলিত হয় হিন্দু ধর্মালম্বীরা। কেউ কেউ আবার পূর্ব পুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে এদিন। সব মিলিয়ে এত মহা উৎসবে মিলিত হয় এই স্নান। বারুনি স্নান মূলত গঙ্গা স্নানেরই প্রতিরোপ। বাংলা চৈত্র মাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে কোন বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে এই বার উনি স্নান অসাধারনত্ব মহা বারুনী স্নান রূপ লাভ করে। এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব। কথিত আছে যে এই তিথিতে গঙ্গা স্নান করে এক মনে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলে ঈশ্বর সব পাপ ক্ষমা করে দেয় এবং সে ঈশ্বরের অপার কৃপা লাভ করে। তাই প্রতিবছরই তিথি অনুযায়ী এই উৎসবে পুণ্য স্নানে সামিল হয়ে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবারও যেন তার ব্যতিক্রম নয়। এবছর তিথি অনুযায়ী বারুনী স্নান রবিবার। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও এদিন অনুষ্ঠিত হয় বারুনী স্নান। আর এই স্নান উপলক্ষে কোথাও কোথাও বসে মেলাও। রাজধানী আগরতলার বেশ কিছু এলাকায় অনুষ্ঠিত হয় এই স্নান ও মেলা। এর মধ্যে অন্যতম হল আগরতলা শহরতলী প্রতাপগড় হাওড়া নদী গুদারাঘাট এলাকায়। সেখানে এবারও বারুনি স্নান উপলক্ষে অনেকেই পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে। বিশেষ এই স্নান উপলক্ষে এবারো সেখানে লক্ষ্য করা গেল সাধু সন্ন্যাসীদের সমাগম। সব মিলিয়ে এক প্রকার উৎসবের আমেজেই এদিন রাজ্যে অনুষ্ঠিত বারুনি স্নান ও মেলা।

Exit mobile version