Site icon janatar kalam

নারীদেরকে অগ্রাধিকার দিয়েই কাজ করে চলছে বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার : টিংকু রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নারীদেরকে অগ্রাধিকার দিয়েই কাজ করে চলছে বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার। নারীদের উন্নয়নের মাধ্যমেই কোন দেশ তথা রাজ্যের উন্নয়ন সম্ভব। বললেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে রাজ্য বিধানসভার সাতজন মহিলা প্রতিনিধির প্রসঙ্গ তুলে আনেন। বলেন, ২০১৮ সালের পর থেকে এই রাজ্যে নারীরা অনেকটাই এগিয়েছে। ৪ হাজার সেলফ গ্রুপ থেকে বর্তমানে রাজ্যের ৪০ হাজারের উপরে মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে।যার মাধ্যমে কম করে হলেও ৪ লক্ষ মহিলা নিজেদেরকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণীর রায় বলেন , নারীদের অগ্রাধিকারের কথা আমরা মুখে বললেও এখনও দেশে কন্যা ভ্রুন হত্যার মত ঘটনা গুলি সংঘটিত হয়ে চলেছে। আজও নারীরা তাদের অধিকার রক্ষায় লড়াই আন্দোলন জারি রেখেছে। বর্তমান সমাজের নারীদের উচিত তার বিরুদ্ধে গর্জে ওঠে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আরো সচেতন হওয়ার। দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী, জিমন্যাস্ট দীপা কর্মকার , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার বাংলাদেশ থেকে আগত রেহানা পারভিন, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের জয়েন্ট ডিরেক্টর পাইমন মগ প্রমূখ। এদিনের অনুষ্ঠানে পাঁচজন বিশিষ্ট নারীকে সম্বর্ধনা জানানো হয়েছে। মহিলাদের নিয়ে মোট পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতা করা হয়েছে।

Exit mobile version