Site icon janatar kalam

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এলেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এবার রক্তদানে এগিয়ে এসেছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে রক্ত দান করলেন প্রায় ১০০ জন স্বাস্থ্যকর্মী। রাজধানীর আইজিএম হাসপাতালে স্বাস্থ্য কর্মীরা এই নজির গড়েছেন। ব্লাড ব্যাংকগুলিতে চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম থাকার দরুন প্রতিনিয়তই মুমূর্ষ রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে। যা নিয়ে উদ্বিগ্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে সচেতন মহল। রাজ্যের নির্বাচনী দামামা চলতে থাকায় বিগত বেশ কিছুদিন ধরেই রক্তদান শিবির আয়োজন কার্যত মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় নিজেদের উদ্যোগে রক্তের ব্যবস্থা ছাড়া মুমূর্ষ রোগীদের চিকিৎসা পরিষেবা চালিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তাই ভোট প্রক্রিয়া শেষ হতেই ব্লাড ব্যাংক ও হাসপাতাল কর্তৃপক্ষ সব অংশের মানুষের কাছে আহ্বান রাখে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনের। একই আহ্বান রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। হাসপাতাল কর্তৃপক্ষ ও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এবার রক্তদান শিবির আয়োজনে এগিয়ে এল খোদ স্বাস্থ্য কর্মীরাই। শনিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত কর্মচারীদের উদ্যোগে এদিন আয়োজন করা হয় এক সেচ্ছা রক্তদান উৎসবের। যার আনুষ্ঠানিক সূচনা করলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ আরো অনেকে। এদিনের এই শিবিরে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।আইজিএম হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের উদ্যোগেই আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানের জন্য স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন রোগীও রোগীর আত্মীয় পরিজনরা। এ ধরনের শিবির আগামী দিনেও আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মীরা।

Exit mobile version