জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন দ্বিতীয় জোট সরকারের মন্ত্রিসভায় রয়েছেন একাধিক নতুন মুখ। এছাড়া পুরনোদের মধ্যেও এবার অনেকটা দপ্তর রদবদল করা হয়েছে। নতুন করে খাদ্য ও জন সংবরণসহ আরো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেলেন সুশান্ত চৌধুরী। আর নতুন দায়িত্ব পাবার পর থেকেই প্রতিদিন এখন সংবর্ধনার জোয়ারে ভাসছেন খাদ্যমন্ত্রী শ্রী চৌধুরী। বুধবার নিজের সরকারি বাসভবনে আরো একবার সম্বর্ধিত হলেন তিনি। ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির এএমসি কমিটির উদ্যোগে এদিন মন্ত্রীকে দেওয়া হয় সংবর্ধনা। সংগঠনের এ এম সি কমিটির সভাপতি উত্তম কুমার ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধিদল সকালে মন্ত্রীর বাসভবনে গিয়ে নতুন দায়িত্বের জন্য পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সংবর্ধনা জ্ঞাপন এই কর্মসূচির মধ্যেই ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতির বিভিন্ন কাজকর্ম তুলে ধরা হয় নতুন মন্ত্রীর কাছে। আগামী পয়লা এপ্রিল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হবে এক স্বেচ্ছা রক্তদান শিবির। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য এদিন মন্ত্রীকে আমন্ত্রণ জানান প্রতিনিধি দলের সদস্যরা। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সভাপতি উত্তম কুমার ঘোষ জানান, দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর তত্ত্বাবধানে আগামী দিন রাজ্যের গণবন্টন ব্যবস্থা আরো শক্তিশালী হবে বলে মনে করেন।