জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হলো বুধবার। সুচি অনুযায়ী প্রথম দিন অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ৬৪ টি কেন্দ্রের ১১২ টি ভেন্যুতে এক যুগে শুরু হয় পরীক্ষা নেওয়ার কাজ। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন করে মোট ৩৩ হাজার ৪৫৩ জন ছাত্রছাত্রী। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই বেলা বারোটা থেকে শুরু হয় পরীক্ষা। একই সাথে এদিন শুরু হলো মাদ্রাসা ফাজিল পরীক্ষাও। সুচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। এদিকে এদিন শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষাকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর সংবাদ নেই।