জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরের দিন অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকে প্রোটেম স্পিকার হিসেবে মনোনীত করা হয় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত বিধায়ক বিনয় ভূষণ দাসকে। মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রথা মেনে আগামীকাল বুধবার বেলা বারোটায় রাজভবনে প্রোটেম স্পিকার হিসাবে শ্রীদাসকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। প্রোটেম স্পীকার হিসেবে শপথ নেবার পর তিনি একে একে বিধানসভার নবনির্বাচিত সমস্ত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। আগামী ১৬ মার্চ বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে আঞ্চলিক দল তিপ্রামথার বিধায়করা শপথ নেবেন আগামী ১৭ই মার্চ। সেদিন স্পিকারের চেম্বারেই শপথ নেবেন মথার বিধায়করা। মঙ্গলবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে যাওয়া বিনয় ভূষণ দাস।