জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত বছরের ন্যায় এবছরও সাউন্ড থেরাপিস্ট সেশনের আয়োজন করেছে রাজধানীর ধলেশ্বর কল্যাণীস্থিত ওয়ান লাইন উইথ যোগাসেন্টার। যার যোগা ইন্সটাক্টর হচ্ছে সুদীপ্ত দত্ত। এবছর পাঞ্জাব থেকে বিশিষ্ট যোগা ইন্সটাক্টর মোহন ধান্দকে এনে সাউন্ড থেরাপি এক্সপেরিয়েন্স করল ওয়ান লাইন উইথ যোগা সেন্টার। এক সাক্ষাৎকারে সুদীপ্ত দত্ত জানান, এখন থেকে প্রতিনিয়ত তার সেন্টারে বিভিন্ন ধরনের মেডিটেশন থেরাপি করা হবে। যার থেকে সাধারণ মানুষ মানসিক শান্তি ফিরে পাবে।