Site icon janatar kalam

ডিজির উদ্দেশ্যে চিঠি ১০৩২৩ এড-হোক শিক্ষক কর্মচারী সংগঠনের

গত ১২ই মে নিজেদের চাকরি রক্ষার জন্য রাজধানী শিক্ষাভবনে এক গণআন্দোলনের মিলিত হয়েছিল ১০৩২৩ এড-হক শিক্ষক কর্মচারী সংগঠন, সেই গণআন্দোলনের পরিপেক্ষিতে ১৩ তারিখ ৭ জনসহ অতিরিক্ত ৭০ জনের নামে থানায় মামলা করা হয় প্রশাসনের পক্ষ থেকে বলে জানা যায় এবং সেই দিনই সংগঠনের ২জন শিক্ষক সে বিষয়ে জানার জন্য ডিজি অফিসে যাওয়ায় তাদের বিনাকারণে আটক করে পশ্চিম আগরতলা থানায় রাখা হয় বলেও জানা যায় । সেই মামলা যেন অতি শীঘ্রই প্রত্যাহার করা হয় তার দাবিতে আজ ১০৩২৩ শিক্ষক ডিজি কে চিঠি দেয়ার উদ্দেশ্যে এসপি সাহেবের কাছে একটি মেমোরেন্ডাম প্রদান করার উদ্দেশ্যে ডিজি অফিসের সামনে মিলিত হয় ১০৩২৩ এড-হোক শিক্ষক কর্মচারী সংগঠন। আজকের এই কর্মসূচি থেকে সংগঠনের সভাপতি বিমল সাহা প্রশাসনের এহেন ভূমিকাকে তীব্র ভাষায় নিন্দা জানান এবং দাবি রাখেন অতি শীঘ্রই যেন তাদের বিরুদ্ধে লাগানো আরোপ প্রত্যাহার করা হয় এবং যদি তা অতি শীঘ্রই না করা হয় তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান ১০৩২৩ এড-হক শিক্ষক কর্মচারী সংগঠন।

Exit mobile version