জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক সচেতনতা মূলক শোভা যাত্রার আয়োজন হয় রাজধানীতে। মূলত নারী অধিকার রক্ষা ও ক্যান্সার রোগের সচেতনতার উপর আয়োজন করা হয়েছে এই শোভাযাত্রার। চারটি বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবন থেকে ক্যান্সার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বের হয়েছে বর্ণাঢ্য এক শোভাযাত্রা।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে ফের রবীন্দ্রভবন প্রাঙ্গনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বলেন আন্তর্জাতিক নারী দিবসে বেসরকারি সংস্থাগুলির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা মূলত সাধারন মানুষদের সচেতন করার উদ্দেশ্যেই করা হয়েছে। এদিনের শোভাযাত্রায় পা মিলিয়েছে শহরের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্পূর্ণ অনুষ্ঠানের পূর্ণতা এনে দিয়েছে।অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি বি সি ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক বলেন, সাধারণ মানুষের সার্বিক সচেতনতায় ক্যান্সার রোগ রোধ করা যায়। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন মূলত মধুরূপা মেমোরিয়াল ক্যান্সার ওয়েলফেয়ার সোসাইটি, সিবিসিসি ক্যান্সার সেন্টার আগরতলা, ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল আওয়ারনেস সোসাইটি এবং রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ। অনুষ্ঠানে হর্ষিনী বাপু রাও, বিপাশা রাংখল, দেবস্মিতা দাস এবং সর্বানি দেকে সংবর্ধনা জানানো হয়েছে।