জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজে নারীজাতির মর্যাদা ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে ও শোষণমুক্ত আদর্শ সমাজ গড়তে গার্লস প্রাউটিস্ট এর পক্ষ থেকে ১৫ দফা দাবিতে সদর জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে।ডেপুটেশনে মূল দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল নারীদের সমকাজে সম অধিকার প্রদান করা। নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও শ্লীলতাহানির মত ঘটনাগুলি রোধে আইনিভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। মূলত নারীদের সুরক্ষা সংক্রান্ত দাবি-দাওয়া গুলি নিয়েই আজকের এই ডেপুটেশন কর্মসূচি বলে জানিয়েছেন গার্লস প্রাউটিস্ট ত্রিপুরা স্টেট সেক্রেটারি আনন্দ সুচরিতা আচার্য।