Site icon janatar kalam

জয় নিশ্চিত, কর্মী সমর্থকদের প্রতি আহ্বান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জয় নিশ্চিত তারপরও দফাওয়ারী বৈঠক চলছে শাসকদলের অন্ধরে। কর্মী সমর্থকদের প্রতি আহ্বান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার। আগামী ২রা মার্চ ফলাফল ঘোষণার মধ্য দিয়ে সাঙ্গ হবে রাজ্যের ত্রয়োদশতম বিধানসভার ভোট। তাই ভোট ফলাফলের দিকেই এখন নজর প্রত্যেকের। জয়ের ব্যাপারে সব দলই আশাবাদী। এরপরই চলছে এখন দলীয়ভাবে সম্ভাব্য ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ। গতদিন আগরতলায় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বর্তমান শাসক দল বিজেপির মনোনীত প্রার্থীদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক। সেখানে বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করেন প্রত্যেকে। মনোনীত প্রার্থীদের নিয়ে বৈঠকের পর এবার দলের বিভিন্ন মোর্চার পদাধিকারীদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশ বিজেপি সভাপতি। শনিবার আগরতলায় দলের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে সম্ভাব্য ফলাফল নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি ভোটকে কেন্দ্র করে মোর্চা গুলির কাজকর্মেরও পর্যালোচনা করা হয়। জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৈঠকে সব কয়টি মোর্চার সভাপতিরা দলের জয় সম্পর্কে নিশ্চিত বলে মত প্রকাশ করেছেন। তবে কর্মী সমর্থকদের অতি উৎসাহী হয়ে অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানান

Exit mobile version