জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোট গণনার দিন ও পরবর্তীতে রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত হচ্ছে প্রশাসন। একই সঙ্গে দফা ওয়ারী বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। বার্তা একই শান্তি বজায় রাখা। ফলাফল ঘোষণার পর শান্তির পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা শহরতলী আমতলী থানায় অনুষ্ঠিত হল এক সর্বদলীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি রাজদীপ দেব ও এসডিপিও আশীষ দাসগুপ্ত। এছাড়াও ছিলেন এই থানার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও তাদের এজেন্টরা। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরে ভোট ফলাফল ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তার আশ্বাস দেন। এদিকে পুলিশের আধিকারিকরাও স্পষ্টভাবে জানিয়ে দেন, আইন-শৃঙ্খলা অবনতি করার চেষ্টা কেউ করলে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের রেহাই দেওয়া হবে না। তাই প্রত্যেক দলের কর্মীদের বিষয়টি সতর্ক করে দেওয়ার জন্য বৈঠকে উপস্থিত নেতৃত্বদের প্রতি আহ্বান রাখেন এডিশনাল এসপি। গণনাপরবর্তী শান্তি বজায় রাখতে সবকটি রাজনৈতিক দলই ঐক্যমতে পৌঁছেছে। তবে এই ঐক্যমত কর্মীদের মধ্যে কতটুকু থাকবে সেটাই এখন চিন্তার বিষয়।