জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্লাড ব্যাংকের রক্তস্বল্পতা খানিকটা দূরীকরণে এবার এগিয়ে এল হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখা। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল আগরতলা জিবি ব্লাড ব্যাংকে। এদিন হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। সংগঠনের প্রায় কুড়ি জন সদস্য এদিন স্বেচ্ছা রক্তদানে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ আরো বিশিষ্টজনের। ভোটের ধামামার মাঝে চিকিৎসাধীন মুমূর্ষ রোগীদের কথা চিন্তা করে হেপাটাইটিস ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।