জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অন্তর আত্মার শান্তির জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর পুজো দিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। নির্বাচন নয় রাজ্যের মানুষের শান্তি সম্প্রীতি অটুট থাকার কৃপাপার্থনা করেছেন ত্রিপুরা সুন্দরীর কাছে। বললেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। নির্বাচনের প্রচার পর্ব শেষ হতেই মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে গিয়ে পূজো দিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। বলেন, গত ২-৩ মাস ধরে শরীর ভালো নেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। নিজের শরীর স্বাস্থ্য ভালো হওয়ার পাশাপাশি রাজ্যবাসীর মঙ্গল কামনায় অন্তর আত্ম আত্মার শান্তির জন্য এই পূজার্চনা। মাতা ত্রিপুরা সুন্দরীর গর্ভ গৃহে ঢুকে নিষ্ঠা সহকারে এদিন পুজোপাঠ করেন প্রদ্যুৎ কিশোর বর্মন।
এ দিন পুজোপাঠ শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক সংবাদের বিবৃতিতে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন কিছু গদি মিডিয়া আমার বক্তব্যকে বিকৃতি করে প্রচার করছে। আমি কখনোই বলিনি রাজনীতি ছেড়ে দিয়েছি। মাতা ত্রিপুরার সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার পর এদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মন পুজো দেন শিব মন্দিরে।এদিকে রাজ পরিবারের পক্ষ থেকে পুজো দেওয়াকে কেন্দ্র করে মন্দির চত্বরে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়।